মাদারীপুর সদর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিন বিরাঙ্গল গ্রামে অবস্থিত অত্র ৬৮ নং দক্ষিন বিরাঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে ০৪ জন শিক্ষক পাঠদান করে থাকেন। এই বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই অত্যন্ত সুনামের সাথে পাঠদান করে আসছে।
ইউনিয়নের প্রথম প্রাথমিক বিদ্যালয় এই ৬৮ নং দক্ষিন বিরাঙ্গল প্রাথমিক বিদ্যালয় ১৯৩৫ খ্রি. সালে হাজী হাসান উদ্দিন প্রতিষ্ঠা করেন। অত্র বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী তাদের মেধার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সচিবালয়ের সচিব, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, ডাক্তার, ইন্জিনিয়ার ইত্যাদি।
ক্র: নং | নাম | পদ |
০১ | মো. দেলোয়ার হাওলাদার | সভাপতি |
০২ | মো. হাবিবুর রহমান | সহ-সভাপতি |
০৩ | ফারহানা শারমীন | সদস্য |
০৪ | মো. আনোয়ার হোসেন | সদস্য |
০৫ | সিরাজুল ইসলাম | সদস্য |
০৬ | ফাতেমা বেগম | সদস্য |
০৭ | তহমিনা বেগম | সদস্য |
০৮ | মো. লাভলু হাওলাদার | সদস্য |
০৯ | মো. লাভলু বেপারী | সদস্য |
১০ | শেখ কাউসার | সদস্য |
১১ | শিখা মধু | সদস্য সচিব |
ক্র: নং | সাল | পাশের হার |
০১ | ২০১৩ | ১০০ % |
০২ | ২০১২ | ১০০ % |
০৩ | ২০১১ | ১০০ % |
০৪ | ২০১০ | ১০০ % বৃত্তি একটি |
০৫ | ২০০৯ | ৯২ % |
শ্রেণী | উপ-বৃত্তি প্রাপ্ত সংখ্যা |
১ম শ্রেণী | ০৬ জন। |
২য় শ্রেণী | ১৭ জন। |
৩য় শ্রেণী | ২৪ জন। |
৪র্থ শ্রেণী | ১৮ জন। |
৫ম শ্রেণী | ১১ জন। |
মোট | ৭৬ জন। |
প্রত্যেক সমাপনি পরীক্ষায় শতভাগ পাশ।
০১) বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করা।
০২) ছাত্র-ছাত্রীদের ডিজিটালাইজেশনের মাধ্যমে পাঠদান করা।
০৩) বিদ্যায়টিতে বৃত্তি নিশ্চিত করা।
৬৮ নং দক্ষিন বিরাঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়,
ডাকঘর: দক্ষিন বিরাঙ্গল, বাহাদুরপুর ইউনিয়ন,
মাদারীপুর সদর।
মোবাইল নং- ০১৭১৭০৬৫৯৯০
ক্র: নং | শ্রেণী | মেধাবী ছাত্র/ছাত্রী |
০১ |
১ম শ্রেণী | ০১) রাবেয়া আক্তার ০২) লিমা আক্তার ০৩) কাজল আক্তার ০৪) পারভেজ হোসেন |
০২ |
২য় শ্রেণী | ০১) আলম শাহ ০২) আসিফ ইকবাল ০৩) মুহিম খন্দকার ০৪) লামিয়া আক্তার |
০৩ |
৩য় শ্রেণী | ০১) শিমুল বেপারী ০২) মোহাম্মাদ ইব্রাহিম ০৩) আসিফ হাওলাদার ০৪) তামান্না আক্তার |
০৪ |
৪র্থ শ্রেণী | ০১) রিয়াজ হাওলাদার ০২) শাওন মোল্লা ০৩) শামীম হাওলাদার |
০৫ |
৫ম শ্রেণী | ০১) মুর্শিদা আক্তার ০২) কাজল আক্তার ০৩) খাদিজা আক্তার ০৪) সিমা আক্তার ০৫) হৃদয় হোসেন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস