সরকার ঘোষিত সনদ ২০২১ বাস্তবায়নের লক্ষে ২০১০ সালে সারা দেশে এক যোগে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র বর্তমান নাম ডিজিটাল সেনটার চালু করে।
এর আগে উদ্যোক্তা বাছাই করা হয়। তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হয়। আমি কাজী রুবেল, উদ্যোক্তা, বাহাদুরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মাদারীপুর সদর, মাদারীপুর হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রশিক্ষন গ্রহন করে জনগনের দোড়গোড়ায় সেবা প্রদানের উদ্যেশ্যে নিজেকে উৎসর্গ করি। সংক্ষেপে আমার দ্বায়িত্ত্ব প্রাপ্ত বাহাদুরপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এর সফলতা তুলে ধরা হলো।
নং | কর্তৃপক্ষ | স্বীকৃতির পদবী | সাল |
০১ | উপজেলা প্রশাসন | উপজেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১০ খ্রি. |
০২ | উপজেলা প্রশাসন | উপজেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১১ খ্রি. |
০৩ | উপজেলা প্র্রশাসন | উপজেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১২ খ্রি. |
০৪ | উপজেলা প্রশাসন | উপজেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১৩ খ্রি. |
০৫ | উপজেলা প্রশাসন | উপজেলা বর্ষ সেরাউদ্যোক্তা | ২০১৪ খ্রি |
০৬ | উপজেলা প্রশাসন | উপজেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১৫ খ্রি, |
০৭ | উপজেলা প্রশাসন | সদস্য, ডিজিটাল মেলা উদযাপন কমিটি। | ২০১৪ খ্রি. |
০৮ | জেলা প্রশাসন | জেলা সেরা উদ্যোক্তা | ২০১০ খ্রি. |
০৯ | জেলা প্রশাসন | জেলা সেরা উদ্যোক্তা | ২০১১ খ্রি. |
১০ | জেলা প্রশাসন | জেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১২ খ্রি. |
১১ | জেলা প্রশাসন | জেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১৩ খ্রি. |
১২ | জেলা প্রশাসন | জেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১৪ খ্রি. |
১৩ | জেলা প্রশাসন | জেলা বর্ষ সেরা উদ্যোক্তা | ২০১৫ খ্রি. |
১৪ | জেলা প্রশাসন | সদস্য, ডিজিটাল উদ্ভাবনী মেলা কমিটি। | ২০১১ খ্রি. |
১৫ | জেলা প্রশাসন | সদস্য, ডিজিটাল উদ্ভাবনী মেলা কমিটি। | ২০১২ খ্রি. |
১৬ | জেলা প্রশাসন | জেলা প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীরকার্যালয়ে প্রেরন। | ২০১৪ খ্রি. |
১৭ | জেলার সকল উদ্যোক্তা | সভাপতি, মাদারীপুর জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা এসোসিয়েশন। | ২০১২-চলতি |
১৮ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় | ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সাধারন সম্পাদক নির্বাচিত। | ২০১৪ খ্রি. |
১৯ | এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয় | রিসোর্সপুল মেম্বার | ২০১৩ খ্রি. |
২০ | এটুআই, প্রধানমন্ত্রীর কার্যালয়। | জাতীয় তথ্য বাতায়ন সমৃদ্ধ করার অসামান্য অবদানের স্বীকৃতি সরূপ জাতীয় সম্মাননা প্রাপ্তি। | ২০১৪ খ্রি. |
এছাড়াও মাদারীপুর জেলা তথ্য অফিসার, জেলা এলজিইডি এক্সএন, সহকারী কমিশনার(ভূমি), অফিসার ইনচার্জ-মাদারীপুর সদর, সহকারী পুলিশ সুপার-মাদারীপুর, ২০১০ থেকে ২০১৪ মেয়াদ কাল সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার, জেলা ফ্যসিলিটেটর, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপ-পরিচালক-স্থানীয় সরকার, মাদারীপুর, বিভিন্ন সংবাদ মাধ্যম, ২০১০ সাল থেকে ২০১৪ মেয়াদ কাল সকল জেলা প্রশাসক, পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় সচিব, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আমার দ্বায়িত্ত্বপ্রাপ্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে অনেকশন্তোশ প্রকাশ করেন।
সকলের সাফল্য ও দোয়া কামনায় ধন্যবাদসহ:
-কাজী রুবেল,
উদ্যোক্তা,
বাহাদুরপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার,
মাদারীপুর সদর, মাদারীপুর।
মোবাইল: +৮৮০১৭২২১১৯৯৪৬,
ইমেইল: uisc.bahadurpur@gmail.com
ওয়েবপোর্টাল: bahadurpurup.madaripur.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস