Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রিসডা বাংলাদেশ (এনজিও)।

এনজিওর নাম:  রিসডা-বাংলাদেশ।

 

মাদারীপুর সদর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে অবস্থিত রিসডা-বাংলাদেশ। ২০১২ সালে থেকে এই এনজিও সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এই এনজিওর মাধ্যমে সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্প দেয়া হয়ে থাকে। ইতিমধ্যে এই অঞ্চলের ২০০ পরিবার এই প্রোগ্রামের আওতায় এসে তাদের দৈনন্দিন জীবনকে আলোকিত করে তুলেছে।

 

নিম্নে এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেন নাম ও পদবী দেয়া হলো:

 

ক্র:নং

নাম

পদবী

মোবাইল নং

০১

অনিমেশ দাস

ব্যাবস্থাপক

০১৭১০০০৬২৬৪

০২

মোহাম্মাদ শাহীন

ফিল্ড সুপারভাইজার

০১৭৫৯০৯৪৫৬৫

০৩

মো. সিপন আলী

সিনিয়র টেকনিশয়ান

০১৭৭৮৪৫৩৮৫২