এনজিওর নাম: অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র।
মাদারীপুরসদর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে ১৯৯৮ সাল থেকে অংকৃরপল্লী উন্নয়ন কেন্দ্র অতি সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঋন ও সঞ্চয় সংক্রান্ত তথ্য:
সঞ্চয়ের সুদের হার | ৬% |
ঋনের সুদের হার | ২৭% |
সঞ্চয়ের সুদ প্রদানের সময় | প্রত বছরের ডিসেম্বর মাসের শেষে। |
ঋন গ্রহনের সময় প্রযোয্য খরচ সমূহ | · ঋন আবেদন ফরম: ০৫ টাকা। · পাশবই (প্রযোয্য ক্ষেত্রে): ১০ টাকা। · অংশগ্রহন মূলক ক্ষতিপূরন অনদান তহবিল। |
ঋন পদান প্রকৃয়া | ঋন সীমা ৫০,০০০/- টাকা পর্যন্ত তথ্য দেয়া হল। · অংকুর পরিচালিত দলের সদস্য হতে হবে। · অংকুর পরিচালিত দলে আলোচনা পূর্বক দলীয় সভার বহিতে উল্লেখপূর্বখ ঋন আবেদন করতে হবে। · সংশ্লিষ্ট কর্মীর নিকট নির্ধারিত ঋন আবেদন পত্রপূর্বক দাখিল। · কর্মী কর্তৃক সুপারিশসহ কর্মসূচী সমন্বয় কারীর নিকট দাখিল। · শাখা ব্যাবস্হাপক কর্তৃক যাচাই ও সুপারিশ ঋন অনুমোদন। · কর্মসূচীর সমন্বয়কারী কর্তৃক সুপারিশকৃত উন অনুমোদন।
|
কিস্তি সংখ্যা | ৪৬ টি। |
অন্তবর্তী কালিন সময়কাল | উন গ্রহনের তারিখ হইতে পরবর্তী ১৫ দিন। |
বিমাদাবী নিস্পত্তি | মূল প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করার পরবর্তী ৭ কর্মদিবস। |
কর্মকর্তা ও কর্মচারী: অত্র প্রতিষ্ঠানে ০৮ জন কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত আছেন।
ক্র:নং | নাম | পদবী | মোবাইল নং |
০১ | সিদ্দিকুর রহমান | শাখা ব্যাবস্থাপক | ০১৭১৩৫৬৬৮৮৭ |
০২ | হান্নান মিয়া | হিসাব রক্ষক | ০১৭১৬৫৩৩৮০৪ |
০৩ | শ্রী জগদা নন্দ বসু | সিনিয়র মাঠ ব্যবস্থাপক | ০১৭৩৩০২৫৫৩৬ |
০৪ | মো. শহিদুল ইসলাম | সিনিয়র মাঠ ব্যবস্থাপক | ০১৭১০৯২৯৫৩৩ |
০৫ | শ্রী সংকর কুমার বেপারী | সিনিয়র মাঠ ব্যবস্থাপক | ০১৮৫৬১৪৫৬১৭ |
০৬ | আনার উজ্জামান | মাঠ ব্যাবস্থাপক | ০১৭৬৬৭৬২৮৯১ |
০৭ | শ্রী শশধর বাড়ৈ | মাঠ সংগঠক | ০১৭১৯০১৭৮০৯ |
০৮ | মোসা. নজিরন বেগম | পিয়ন কাম কুক | ০১৮৩৫২৮৭৭৫৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস