Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র (এনজিও)।

এনজিওর নাম: অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্র।

 

মাদারীপুরসদর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে ১৯৯৮ সাল থেকে অংকৃরপল্লী উন্নয়ন কেন্দ্র অতি সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

ঋন ও সঞ্চয় সংক্রান্ত তথ্য:

সঞ্চয়ের সুদের হার

৬%

ঋনের সুদের হার

২৭%

সঞ্চয়ের সুদ প্রদানের সময়

প্রত বছরের ডিসেম্বর মাসের শেষে।

 

ঋন গ্রহনের সময় প্রযোয্য খরচ সমূহ

·         ঋন আবেদন ফরম: ০৫ টাকা।

·         পাশবই (প্রযোয্য ক্ষেত্রে): ১০ টাকা।

·         অংশগ্রহন মূলক ক্ষতিপূরন অনদান তহবিল।

ঋন পদান প্রকৃয়া

ঋন সীমা ৫০,০০০/- টাকা পর্যন্ত তথ্য দেয়া হল।

·         অংকুর পরিচালিত দলের সদস্য হতে হবে।

·         অংকুর পরিচালিত দলে আলোচনা পূর্বক দলীয় সভার বহিতে উল্লেখপূর্বখ ঋন আবেদন করতে হবে।

·         সংশ্লিষ্ট কর্মীর নিকট নির্ধারিত ঋন আবেদন পত্রপূর্বক দাখিল।

·         কর্মী কর্তৃক সুপারিশসহ কর্মসূচী সমন্বয় কারীর নিকট দাখিল।

·         শাখা ব্যাবস্হাপক কর্তৃক যাচাই ও সুপারিশ ঋন অনুমোদন।

·         কর্মসূচীর সমন্বয়কারী কর্তৃক সুপারিশকৃত উন অনুমোদন।

 

কিস্তি সংখ্যা

৪৬ টি।

অন্তবর্তী কালিন সময়কাল

উন গ্রহনের তারিখ হইতে পরবর্তী ১৫ দিন।

বিমাদাবী নিস্পত্তি

মূল প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করার পরবর্তী ৭ কর্মদিবস।

 

 

 

কর্মকর্তা ও কর্মচারী: অত্র প্রতিষ্ঠানে ০৮ জন কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত আছেন।

 

ক্র:নং

নাম

পদবী

মোবাইল নং

০১

সিদ্দিকুর রহমান

শাখা ব্যাবস্থাপক

০১৭১৩৫৬৬৮৮৭

০২

হান্নান মিয়া

হিসাব রক্ষক

০১৭১৬৫৩৩৮০৪

০৩

শ্রী জগদা নন্দ বসু

সিনিয়র মাঠ ব্যবস্থাপক

০১৭৩৩০২৫৫৩৬

০৪

মো. শহিদুল ইসলাম

সিনিয়র মাঠ ব্যবস্থাপক

০১৭১০৯২৯৫৩৩

০৫

শ্রী সংকর কুমার বেপারী

সিনিয়র মাঠ ব্যবস্থাপক

০১৮৫৬১৪৫৬১৭

০৬

আনার উজ্জামান

মাঠ ব্যাবস্থাপক

০১৭৬৬৭৬২৮৯১

০৭

শ্রী শশধর বাড়ৈ

মাঠ সংগঠক

০১৭১৯০১৭৮০৯

০৮

মোসা. নজিরন বেগম

পিয়ন কাম কুক

০১৮৩৫২৮৭৭৫৫