Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

◙ মাসিক সভার সিদ্ধান্তসমূহ।

বাহাদুরপুর ইউনিয়নের মাসিক সভার সিদ্ধান্তসমূহ:

 

 

 

 

তারিখ: ২৩/০২/২০১৪ খ্রি.

 

অদ্যকার সভার সভাপতি সাহেব সভায় আসন গ্রহন করিলে সভার কাজ আরম্ভ করা হয়। ১ম প্রস্তাব: গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদান।

২য় প্রস্তাব: এডিপি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন প্রসঙ্গে।

৩য় প্রস্তাব: বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ভাতার ২০১৪ সালের জন্য নতুন নামের তালিকা প্রসঙ্গে।

 

২য় প্রস্তাব আলোচনা: অদ্যকার সভায় সভাপতি সাহেব জানান যে, আমাদের ইউনিয়নে এডিপি ১০০০০ (এক লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত টাকা প্রকল্প বাস্তবায়ন কমিটি দেয়া প্রয়োজন। উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে সভায় এই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। আলোচনায় এক পর্যায়ে উপস্থিত সকল সদস্যগনের একমতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

 

৩য় প্রস্তাব আলোচনা: : অদ্যকার সভায় সভাপতি সাহেব জানান যে, অত্র ইউনিয়নে ২০১৪ সালের বিধবা, বয়স্ক ও  প্রতিবন্ধী গনের নামের তালিকা উপজেলা সমাজসেবা অফিস থেকে চাওয়া হয়েছে। প্রকাশ থাকে যে: বিধবা ভাতা ১৩, বয়স্ক ভাতা ২৯, প্রতিবন্ধী ভাতা ০৪। উক্ত ভাতার নামের তলিকা জনসংখ্যা ভিত্তিতে তালিকা দেয়ার জন্য সদস্যগনের প্রতি অনুরোধ করেন।

 

এই নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় ০১ নং ওয়ার্ডের সদস্যা সেলিনা বেগম প্রস্তাব করেন যে, ওয়ার্ডে জনসংখ্যা হিসেবে ভাগ করলে ভাল হয়। উক্ত প্রস্তাবটি সকল সদস্যের এক মতের ভিত্তিতে সভায় অনুমোদন করা হয়। এবং সেই মোতাবেক আগামী ০২/০৩/২০১৪ খ্রি: তারিখের মধ্যে সচিব সাহেবের কাছে জমা দেয়ার জন্য সভাপতি সাহেব অনুরোধ রাখেন।

 

অত:পর সভায় আর কোন প্রস্তাব না থাকায় সভাপতি সাহেব সকলকে সালাম ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। 

 

 

 

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এর মাসিক সভার সিদ্ধান্তসমূহ:

তারিখ: ২৬/০১/২০১৪

সভায় ইউপি চেয়ারম্যান,মেম্বার,সচিব, মাঠ সংগঠকম বিআরডিবি পিইপি এর উপস্থিতিতে অত্র মাসিক সভা শুরু হয়।

 

অদ্যকার সবার সভাপতি মহোদয় আসন গ্রহন করিলে সবার কাজ আরম্ভ হয়।

 

১ম প্রস্তাব: গত কার্য বিবরনী পাঠ ও অনুমোদন।

২য় প্রস্তাব: অদ্যকার সবার বিআরপিবি পিইপি বাহাদুরপুর ইউনিয়ন মাঠ সংগঠক এর প্রস্তাব মতে ডব্লিউ,এফ,পি এর সহায়তায় বৃক্ষরোপন কর্মসূচী  ১৯৯৩ এর রোপিত গাছ বর্তমানে চুক্তি মোতাবেক ২০ বছর পূর্ন হওয়ায় গাছ গুলো বর্তমানে চুক্তি মোতাবেক ২০ বছর পূর্ন হওয়ায় গাছ গলো বিক্রয়ের প্রস্তাব করা হয়। উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে এই নিয়ে সবায় বিস্তারিত আলাপ আলোচনা  করা হয়। পর্যালোচনান্তে করা হয়:

০১) ছয়আনি কাচারী হতে হবিগঞ্জ হাট। ০২) শতীশ মালোর বাড়ী হতে কুনিয়া সিমানা পর্যন্ত রাস্তার গাছ বিক্রয়ের ব্যাবস্থা গ্রহন করার জন্য সবায় সর্বসম্মতি ক্রমে প্রস্তাব গৃহীত হয়। এবং চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ  পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গাছ বিক্রয়ের ব্যাবস্থা গ্রহনের জন্য বা ব্যাবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহনের সুপারিশ করেন। ইউনিয়ন এর ধার্য অংশ বুঝিয়া দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।