Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আলগী কাজী বাড়ি মসজিদ।
স্থান
বাহাদুরপুর ইউনিয়ন।
কিভাবে যাওয়া যায়
মাদারীপুর সদর থানা তেকে এর দুরত্ত্ব ১৪ কি.মি। ওখান থেকে কালির বাজার এসে আলগী বললেই যে কেউ দেখিয়ে দিবে।
বিস্তারিত

আলগী কাজি বাড়ি মসজিদঃ

মাদারীপুর জেলার অন্যতম প্রাচীন মসজিদ আলগী কাজি বাড়ি মসজিদ। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে আলগী গ্রামে এর অবস্থান। আজ থেকে প্রায় তিনশত বছর পূর্বে আলগী দিঘির পাড়ে এ মসজিদ নির্মাণ করা হয়। অনেকের ধারণা আরব দেশ থেকে আগত কোন এক দ্বীন প্রচারক দরবেশ বা আওলিয়া এটি নির্মাণ করেন।